সিরাজগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও চেম্বার অব কমার্স দখলের অভিযোগে জেলা বিএনপির তিন নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হয়েছে। গতকাল রোববার সকালে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক পত্রে এ নোটিশ দেয়া হয়। ওই তিন নেতা হলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রেজাউর রহমান ফিরোজ ও জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন রোকন। পৃথক তিনটি পত্রে বলা হয়েছে, গত ৫ আগস্ট সরকার পতনের পর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি দখল করেছেন। এ দখলের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রচার করে চাঁদাবাজির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এদিকে সরকার পতনের পর বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজির অভিযোগ উঠেছে রেজাউর রহমান ফিরোজ ও তোফাজ্জল হোসেন রোকনের বিরুদ্ধে। তাদের এসব কর্মকাণ্ড দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। জেলা বিএনপি বিতর্কিত এসব কর্মকাণ্ড সংগঠন পরিপন্থি। দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না, তা ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর জবাব দিতে বলা হয়েছে। এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সাংবাদিকদের বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। এ দলে চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসীদের কোনো স্থান নেই। এ কারণে ওই তিন নেতার বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির অভিযোগ পাওয়া মাত্র তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এসব অভিযোগের প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।