ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শেখ হাসিনাসহ ৯২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

শেখ হাসিনাসহ ৯২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাওহীদ সন্নামাত নিহতের ঘটনায় গতকাল রোববার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনের সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ ৯২ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ সালাউদ্দিন। নিহত তাওহীদ সন্ন্যামাত মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুচিয়ারভাঙ্গা গ্রামের বাসিন্দা ছিলেন। এ মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামী করা হয়েছে মাদারীপুরের সাবেক চার সংসদ সদস্যকে। তারা হলেন- শাজাহান খান, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবদুস সোবহান গোলাপ ও নূর-ই আলম লিটন চৌধুরী। এছাড়া অন্য আসামিদের মধ্যে আছেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুনীর চৌধুরী, সাবেক মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান, সাবেক পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীদের আসামি করা হয়। এতে অজ্ঞাত আসামি রয়েছে আরো ৫০০ থেকে ৭০০ জন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত