বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ফেনী-নোয়াখালী ও কুমিল্লাসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলায় চলমান ভয়াবহ বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে নিউইয়র্কভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা সাদাকাহ ফাউন্ডেশন ইউএসএ। সংস্থাটির ১০ জনের একটি টিম গত শুক্রবার থেকে বন্যাদুর্গত এলাকায় রয়েছে। টিমের সদস্যরা বন্যার্তদের উদ্ধার তৎপরতা, প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ এবং চিকিৎসাসেবা দিচ্ছেন। এছাড়া বন্যা পরিস্থিতির পুরোপুরি উন্নতি না হওয়া পর্যন্ত সাদাকা ফাউন্ডেশন ইউএসএ বন্যার্তদের পাশে থাকবে বলে জানিয়েছেন টিমের সদস্যরা। মাঠপর্যায়ে এ কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব শায়েখ শাহ্ মোহাম্মাদ শামছুদ্দিন ও মাও. শাহ্ মোহাম্মাদ ইরফান সিদ্দিকী। বিশ্ব খ্যাত ইসলামী স্কলার প্রফেসর মোহাম্মদ শহীদুল্লাহ জানান, দেশের যে কোনো দুর্যোগ মুহূর্তে সাদাকা ফাউন্ডেশন ইউএসএ মানুষের পাশে দাঁড়ায়।