মাছ চাষ সম্প্রসারণে কাজ করছে চুয়াডাঙ্গার ওয়েভ ফাউন্ডেশন
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
পুষ্টি চাহিদা মেটানো ও মাছ চাষ সম্প্রসারণে পিকেএসএফের অর্থায়নে এবং জেলা মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় কাজ করছে চুয়াডাঙ্গার ওয়েভ ফাউন্ডেশন। জেলার সদর উপজেলার বেগমপুর, দামুড়হুদা উপজেলার দামুড়হুদা সদর, কার্পাসডাঙ্গা, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন ও আলমডাঙ্গা উপজেলার আঁইলহাস ইউনিয়নের পুরুষ-মহিলাদের প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ সম্প্রসারণ করা হচ্ছে। চুয়াডাঙ্গা ওয়েভ ফাউন্ডেশনের মৎস্য বিভাগের মতে, পিকেএসফের অর্থ সহায়তায় ২০২৩-২৪ অর্থবছরে মোট ৮১টি প্রদর্শনী বাস্তবায়ন করা হচ্ছে। উন্নত ব্যবস্থাপনায় মাছ চাষবিষয়ক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ ৩টি বাস্তবায়ন করা হয়েছে। মাছ চাষের জন্য উপযোগী করতে ৭৫ জন পুরুষ উপকারভোগীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এ জেলার ৩টি উপজেলা ও ১৫টি ইউনিয়নে মাছ চাষ বাড়ানোর জন্য কার্যক্রম অব্যাহত রয়েছে। জি-৩ জাতের রুই মাছ চাষ ১০টি, উন্নত চাইনিজ কার্প জাতের মাছ চাষ সম্প্রসারণ ৫টি, আধা-নিবিড় পদ্ধতিতে দেশি প্রজাতির পাবদা-কার্প মাছের মিশ্র চাষ ১০টি, আধা-নিবিড় পদ্ধতিতে কার্প ফ্যাটেনিং মাছ চাষ ৫টি, উত্তম ব্যবস্থাপনায় অফ-ফ্লেভার মুক্ত পাঙ্গাস ও তেলাপিয়া মাছ চাষ ১০টি, হাজামজা ও পরিত্যক্ত পুকুর সংস্কার করে মাছ চাষ ৫টি, প্রাকৃতিক খাদ্যনির্ভর মাছ চাষ ২টি, মাছের পোনা চাষে উদ্যোক্তা তৈরি ১০টি, নিবিড় পদ্ধতিতে ট্যাংকে উচ্চমূল্যের মাছ চাষ ২টি, অণু পুষ্টিসম্পন্ন দেশি ছোট প্রজাতির মাছ (এসআইএস) চাষ ৫টি, পুষ্টিসংবেদনশীল মলা মাছের ব্রুড ব্যাংক ৫টি, উত্তম ব্যবস্থাপনায় সদস্য পর্যায়ে উৎপাদিত মাছ বিক্রি করার জন্য ১টি কেন্দ্র ও ১টি অক্সিজেনেটেড ভ্যানে মাছের পোনা পরিবহন করা হচ্ছে।জুড়ানপুর গ্রামের ট্যাংকে মৎস্য চাষি জমির উদ্দিন জানান, ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় ৭০ বিঘা পরিমাণ পুকুরে মাছ চাষ করছেন। তার পুকুরে মলা মাছের ব্রুড ব্যাংক আছে। ওই পুকুরে উৎপাদিত মলা মাছ তিনি ওয়েভ ফাউন্ডেশনের কাছেই বিক্রি করছেন।