টাঙ্গাইলের সখীপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুরে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। জানা গেছে, উপজেলার দারিপাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল ইসলাম শিক্ষার্থীদের বিভিন্নভাবে দীর্ঘদিন ধরে যৌন হয়রানি করে আসছে। এতে রাজি না হলে পরীক্ষায় নম্বর কম দেয়ার হুমকি দেন। শিক্ষার্থীরা বিষয়টি তাদের অভিভাবকদের জানান। বিষয়টি জানাজানি হলে গতকাল শিক্ষার্থী এবং অভিভাবকরা স্কুলে এসে ওই শিক্ষকের পদত্যাগ ও বিচারের দাবিতে বিক্ষোভ করেন। এ সময় অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক বুলবুল হোসেন বলেন, ঘটনাটি আমি মৌখিকভাবে শুনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ঘটনার সাথে জড়িত থাকলে তার বিচার অবশ্যই হবে। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক নুরুল ইসলামের মোবাইলে একাধিকবার ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। উপজেলা শিক্ষা কর্মকর্তা রাফিউল ইসলাম বলেন, ঘটনাটি আমি প্রাথমিকভাবে শুনে আমার অফিসের এক কর্মকর্তাকে পাঠিয়েছি। ঘটনা সত্য হলে অবশ্যই বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।