ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

চার এমপির বিরুদ্ধে হত্যা মামলা

চার এমপির বিরুদ্ধে হত্যা মামলা

সাবেক দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী ও দুই সাবেক সংসদ সদস্যসহ ৩৭ জনের নামে রাজধানীর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরো ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত মিরাজুল ইসলামের বাবা আব্দুস সালাম গত রোববার মমলাটি করেন। গত সোমবার রাতে এ তথ্য জানিয়েছেন তিনি। যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম মামলা হওয়ার কথা নিশ্চিত করে বলেন, ৩৭ জনের নামে মামলা হয়েছে। এর মধ্যে ৪ জন সংসদ সদস্য রয়েছেন। মামলার এজাহারে বলা হয়, শিক্ষার্থীদের দেশব্যাপী চলমান বৈষম্যবিরোধী আন্দোলন দমন করতে লালমনিরহাটের আদিতমারী মহিষখোঁচা গ্রামের আব্দুস সালামের ছেলে মিরাজুল ইসলাম অংশগ্রহণ করে। পরে লালমনিরহাটের চার সংসদ সদস্যসহ বাকি আসামিরা বৈষম্যবিরোধী আন্দোলন দমন করতে দেশীয় অস্ত্র ও পিস্তল নিয়ে আক্রমণ চালায়। এতে মিরাজুল ইসলাম গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে ডেল্টা মেডিকেলে ভর্তি করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত