ভারত থেকে নেমে আসা পানির ঢলে বন্যায় বিপর্যস্ত কুমিল্লার বুড়িচংসহ বেশ কয়েকটি উপজেলা।
ঘরবাড়ি ছাড়া লাখ লাখ মানুষ। বিশুদ্ধ পানি, খাবার ও বস্ত্রাদির দুর্ভোগে ভুগছে বানভাসি। সেই সাথে পানিবাহী বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ নানা বয়সের মানুষ। এসকল মানুষকে চিকিৎসাসেবা দিতে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের একদল চিকিৎসক নিরন্তর কাজ করে যাচ্ছে। গত ২২ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত তারা এই সেবা কার্যক্রম চালিয়েছে।
ইস্টার্ন মেডিকেল কলেজ মেডিকেল টিমটি বাংলাদেশ সেনাবাহিনীর একটি দলের সাথে এ কাজ করে।
মেডিকেল কর্তৃপক্ষ জানায়, কুমিল্লার বন্যাকবলিত এলাকা আমাদের ইএমসি ফান্ডের মাধ্যমে চিকিৎসাসেবাসহ ফ্রি ওষুধ বিতরণ করেছি। আমরা মানবিক কাজ অব্যাহত রাখবো।