ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চলাচলের অনুপযোগী রাস্তায় নিজ উদ্যোগে মাটি ভরাট

চলাচলের অনুপযোগী রাস্তায় নিজ উদ্যোগে মাটি ভরাট

ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ কিছুটা কমাতে সমাজসেবক ইব্রাহিম নিজ উদ্যোগে রাস্তা মেরামতের জন্য মাটি ভরাটের কাজ সম্পন্ন করলেন। সরেজমিন জানা যায়, উপজেলার নলকুড়া ইউনিয়নের গজারিপাড়া, মানিককুড়া, হলদিগ্রাম, দক্ষিণ ডেফলাই, সন্ধাকুড়া, ফাকড়াবাদ, নলকুড়া, শালচুড়া, কুশাইকুড়া ও ভালুকা গ্রামে রয়েছে বেশ কিছু কাচা রাস্তা। বর্ষাকালে কাদা পানি থাকায় এসব রাস্তার উপর দিয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়ে। এসব রাস্তা দিয়ে কৃষকরা হাটবাজারে কৃষিপণ্য বাজারজাত করতে পারে না। বিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীদের যাতায়াত ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এলাকাবাসীর দূর্ভোগ লাগবে খানাখন্দ সৃষ্টি থাকা এসব রাস্তায় নিজস্ব উদ্যোগে মাটি ভরাট করছেন মাওলানা ইব্রাহিম। ইব্রাহিমের এই উদ্যোগকে এলাকাবাসী সাদরে গ্রহণ করেছেন। তার এ ধরনের সমাজসেবামূলক কাজ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। রাস্তার মাটি ভরাটের কাজ হওয়ায় স্থানীয় মানুষ এখন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন। সমাজসেবক ও ইসলামী আন্দোলন নলকুড়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম বলেন, মানুষের কষ্ট লাঘব করতে পারাটা আমার জন্য আনন্দের। নিজস্ব অর্থায়নে এসব কাচা রাস্তায় মাটি ভরাট কার্যক্রম চালিয়ে আসছি। আমার এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উল্লেখ্য, ইসলামী আন্দোলন ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম, গত ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হিসেবে নলকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। আগামীতেও তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন বলেও জানান। এ কারণে তিনি পূর্বে থেকেই সাধারণ মানুষের সানিধ্য পেতে এলাকার উন্নয়ন ও বিভিন্ন সেবা মূলক কর্মকাণ্ডের অংশগ্রহণ করে আসছেন বলে জানান তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত