খানাখন্দ রাস্তা উঁচু ও সংস্কার করে দিলেন দুই ভাই

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের উত্তর রাঙ্গামালিয়া গ্রামের রাস্তাটি খানাখন্দ ও বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এতে গ্রামবাসীকে দুর্ভোগ নিয়ে চলাচল করতে হতো। উত্তর রাঙ্গামালিয়া গ্রামের রুহুল আমিন ও নুরুল আমিন নামের দুই ভাইয়ের বাড়ির পাশে হওয়ায় তাদের নিজস্ব অর্থায়নে প্রায় ৫০ ফুটের উপরে রাস্তাটি উঁচু এবং সংস্কার করে দেয়। এর ফলে গ্রামবাসী স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে সরেজমিন উপজেলার উত্তর রাঙ্গামালিয়া গ্রামের খানাখন্দ রাস্তায় বালু ফেলে নতুন ইট বিছিয়ে উঁচু করে রাস্তা সংস্কার করা হয়েছে এমনটাই দেখা গেছে। উত্তর রাঙ্গামালিয়া গ্রামের বাসিন্দা মো. মহিউদ্দিন মাস্টার বলেন, দীর্ঘদিন ধরে আমাদের গ্রামের রাস্তাটি খানাখন্দের কারণে যাতায়াত খুব সমস্যা হতো। রুহুল আমিন ও নুরুল আমিন দুই ভাইয়ের বাড়ি উঁচু হওয়ায় রাস্তাটিতে নতুন ইট দিয়ে সুন্দর করে রাস্তা সংস্কার করে দিছে। এখন চলাচলে সেই আগের ভোগান্তি নেই। উত্তর রাঙ্গামালিয়া গ্রামের বাসিন্দা রুহুল আমিন ও নুরুল আমিন বলেন, সরকারি রাস্তার দুই পাশে আমাদের বাড়ি। রাস্তা থেকে বাড়ির উচ্চতা বেশি হওয়ায় রাস্তায় পানি জমে থাকে, তাই আমি ও আমার বড় ভাই মিলে নিজ অর্থায়নে প্রায় ৫০ ফিট রাস্তা বাড়ি সমান উঁচু করে ইটের সলিং করে দিয়েছি।

মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছে এবং মানুষ আমাদের জন্য দোয়া করছেন। তিনি আরো বলেন, রাস্তা উঁচু করার জন্য রাস্তার ইটগুলো এক পাশে রেখে বালু ফেলে উঁচু করি এবং ইট দিয়ে সলিং করে দেই। এলাকার কিছু মানুষ বিষয়টাকে ভুল বুঝে সংবাদিকদের তথ্য দেয় আমরা নাকি রাস্তা দখল করে ফেলেছি। কিন্তু আমাদের নিজেদের পকেটের টাকা দিয়ে মানুষের চলাচলের সুবিধার জন্য করে দিয়েছি। এখন তো আপনারাও দেখলেন, আমরা কি রাস্তা দখল করেছি, না কি সংস্কার করেছি। উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. রেজাউল ইসলাম বলেন, উত্তর রাঙ্গামালিয়া গ্রামের রাস্তাটি খানাখন্দ ও বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে চলাচলের অনুপযোগী হওয়ায় দুই ভাইয়ের নিজস্ব অর্থায়নে রাস্তাটি উঁচু এবং সংস্কার করেছে এটি একটি ভালো কাজ।