ঢাকার ধামরাইয়ের বেরশ এলাকায় বিকাশ নামের এক সরকারী কর্মকর্তার বাড়িতে সপ্তাহ খানেক আগে বিয়ের দাবীতে অনশন করেন একই উপজেলার চৈতাল গ্রামে ইডেল কলেজ পড়ুয়া তৃতীয় বর্ষের বিজয়া নামের এক মেয়ে। গত ২৪ তারিখ ভোরে বিকাশের কর্মস্থলে ভোলায় ৪ তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে।
গত ২৫ আগষ্ট বিকাশের মরদেহ বাড়িতে আনা হয়। বিকাশের মৃত্যুর সংবাদ মিথ্যা দাবি করে বিকাশের বাড়িতে অবস্থান করছিল তরুনি। বর্তমানে ও মেয়ে ছেলের নিজ বাড়িতে অবস্থান করছেন। এ সুযোগে এলাকার সাবেক এক ইউপি সদস্য সহ কতিপয় ব্যক্তি জোড়পূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেয় বিকাশের বাবা ও ভাইয়ের। স্বাক্ষর নেওয়া এবং বিয়ে করার বিষষে বিকাশ ও তার পরিবারের লোকজনকে চাপ সৃষ্টি করতে থাকেন সাবেক ওই ইউপি সদস্য নুরু সহ কতিপয় ব্যক্তি। মনের কষ্টে এবং ক্ষোভে বিকাশ তার কর্মস্থল ভোলা জেলায় দূর্যোগ ব্যবস্থপনা একটি ভবনের চার তলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। এ বিষয়ে ধামরাই থানায় হত্যার প্ররোচনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে । ধামরাই থানার উপ পুলিশ কর্মকর্তা এস আই অসিম বিশ্বাস রাতে বিকাশের গ্রামের বাড়ি পরিদর্শণ করেছেন ।