ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ওষুধ কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

ওষুধ কারখানায় শ্রমিকদের বিক্ষোভ

২২ দফা দাবি নিয়ে ঢাকার ধামরাইয়ে ‘দি একমি ল্যাবরেটরি লিমিটেড নামে একটি ঔষধ কারখানায় কয়েক হাজার শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা। সেই সাথে কারখানার ডি জি এম প্রডাকশন মোঃ জাহিদুল ইসলামকে পদত্যাগ দাবি করেন আন্দোলনরত শ্রমিকরা। দীর্ঘদিন বেতন ভাতার বৈষম্য, শ্রমিক অফিসারদের মাঝে সম্পর্কের বৈষম্য এবং খাবারের মান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। গতকাল বুধবার বেলা দুইটার দিকে ধামরাই পৌর শহরের ঢাকা-আরিচা মহাসড়কের দক্ষিণ পাশে ‘দি একমি ল্যাবরেটরি লিমিটেড কারখানায় বিক্ষোভ মিছিল করেন। এই সময় সেনাবাহীনির একটি টিম তাদেরকে শান্ত করে কারখানার ভিতরে পাঠিয়ে দেয়। কারখানার ভিতরে গিয়ে বিক্ষোভ করতে থাকে। এই সময় কোন শ্রমিককে কারখানার বাইরে আসতে দিচ্ছে না কারখানা কর্তৃপক্ষ। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কারখানার সামনে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। সরেজমিনে গিয়ে জানা যায়, বেতন ভাতার বৈষম্য ছাড়াও শ্রমিকরা ২২দফা দাবি পেশ করে বিক্ষোভ করেন। শ্রমিকদের আন্দোলন চলমান থাকায় আত্মগোপনে চলে গেছেন ডি, জি, এম প্রডাকশন জাহিদুল ইসলামসহ কারখানার প্রশাসনিক কর্মকর্তা কিংবা মালিকপক্ষের সকল লোকজন। তবে কারখানার সামনে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত