ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা অভিযোগ

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা অভিযোগ

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহিনুর রহমান চৌধুরী শাহিনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনয়ন করেছেন সব ইউপি সদস্য/সদস্যারা। এ ঘটনায় গত মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে এলাহীর বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান ফরজ আলী, ইউপি সদস্য মো. ফেরদৌস আলী, ইউপি সদস্য মো. হামিদুল ইসলাম, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান রায়হান, ইউপি সদস্য মো. শফিউল ইসলাম, ইউপি সদস্য মো. নিজামুদ্দিন, ইউপি সদস্য মো. এনামুল হক, ইউপি সদস্য মো. মাজিদুল ইসলাম, ইউপি সদস্য মো. আতিয়ার রহমান, সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্যা মোছা. নাসরিন আরা, মোছা. শাহিদা বেগম, মোছা. শাম্মি আক্তারসহ ইউপি সদস্য ও মহিলা সদস্যরা। অভিযোগে জানা যায়, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিনুর রহমান চৌধুরী শাহিন নির্বাচিত হওয়ার পর থেকে নানা অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েন। তার আমলে টিআর, কাবিখা, জিআর, কাবিটা, ভিজিডি, ভিজিএফ, এডিবি, লজিক, ইজিপিপি, পরিষদের রাজস্ব ইজারার অর্থ, ইউপি ট্যাক্স, জন্মণ্ডমৃত্যু নিবন্ধন ফি, হাটবাজার, ১ শতাংশ খাতের অর্থ নিজের খেয়ালখুশি মতো ব্যবহার করে থাকেন। তারা আরো জানান, সম্প্রতি মাটিয়াকুড়া আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের পুরাতন টিনের ঘর ভেঙে নতুন করে বাড়ি নির্মাণের কালে ৫৩টি বাড়ির যাবতীয় টিন পিলার ১০ লাখ টাকায় বিক্রি করে আত্মসাত করেছেন। তিনি ইউনিয়ন পরিষদের কোনো সদস্যের সঙ্গে আলোচনা না করে নিজের ইচ্ছামতো খরচ করেন। ইউপি সদস্যদের স্বাক্ষর নকল করে বিভিন্ন প্রকল্পের কাজ তার পছন্দের ব্যক্তিদের দিয়ে দেন।

মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি এবং মুঠোফোনও রিসিভ করেন নাই। এ ব্যাপারে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহীর সঙ্গে কথা বললে তিনি অভিযোগ পেয়েছেন বলে জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত