ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মুরাদনগরে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা, আহত ২

মুরাদনগরে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা, আহত ২

কুমিল্লার মুরাদনগর উপজেলার আন্দিকুট ইউনিয়নের আন্দিকুট গ্রামে পূর্ব বিরোধের জেরে রাতের আঁধারে আলঙ্গীর হোসেন মনির নামে এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে জখম করেছে একদল সন্ত্রাসী। এ সময় ওই ব্যবসায়ীসহ অপর একজন আহত হয়েছে। আহতদের মধ্যে একজন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন, উপজেলার বাঙ্গরা বাজার থানার হায়দরাবাদ গ্রামের আব্দুল হামিদের ছেলে আলঙ্গীর হোসেন (৩৫) ও একই গ্রামের মৃত কামির মিয়ার ছেলে বাহার মিয়া (৩০)। গতকাল বুধবার রাতে এই ঘটনায় বাঙ্গরা বাজার থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার রাত ৯টার দিকে আন্দিকুট গ্রামের মন্দিরের পাশে এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাদামতলী বাজোরের ব্যবসায়ী ও হায়দরাবাদ গ্রামের আব্দুল হামিদের ছেলে আলঙ্গীর হোসেন তার এক বন্ধুকে নিয়ে গত মঙ্গলবার রাতে ব্যবসার কাজে আন্দিকোট হয়ে কড়ইবাড়ি যাচ্ছিল। আন্দিকোট গ্রামের মন্দিরের পাশে যাওয়ার পর সড়কের তাদের যাতায়াতে ব্যবহিত অটোরিকশা থামিয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় একদল সন্ত্রাসী। এতে ব্যাবসায় মনিরকে পিটিয়ে আহত করে এবং সাথে থাকা বন্ধু বাহারকে দা দিয়ে মাথায় আঘাত করে জখম করে সাথে থাকা প্রায় ১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মনিরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় আর বন্ধু বাহারকে হাসপাতালে থেকে চিকিৎসা দেয়া হচ্ছে। এ বিষয়ে ব্যবসায়ী আলঙ্গীর হোসেন মনির অভিযোগ করে বলেন, পূর্ব বিরোধের জেরে আন্দিকোট গ্রামের বাহার মিয়া, মোবারক হোসে, মালু মিয়া, কালু মিয়া, আবু বাক্কি, ছাদ্দাম, রুবেলের নেতৃত্বে ২০-৩০ জনের একদল সন্ত্রাসী আমাকে হত্যার উদ্দেশে দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর হামলা চালায় এবং আমার কাছে থাটা ছিনিয়ে নিয়ে যায়। এ বিষয়ে আমি থানায় অভিযোগ করেছি এবং সন্ত্রাসীদের বিচার দাবী যানাচ্ছি। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অমর চন্দ্র দাস বলেন, এই ঘটনায় আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত