ফুলপুরের সাইফুল হত্যা
শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
কোটা সংস্কার আন্দোলনে ময়মনসিংহের ফুলপুরে গুলিবিদ্ধ হয়ে সাইফুল ইসলাম নিহতের ঘটনায় পিতা তৈয়ব আলী বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে গত বুধবার ময়মনসিংহ আদালতে একটি মামলা দায়ের করেছেন। এতে আওয়ামী লীগের ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭০ জনকে আসামি করা হয়েছে। উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চক ঢাকিরকান্দা গ্রামের তৈয়ব আলীর পুত্র সাইফুল ইসলাম (৩০) গত ২০ জুলাই গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। বিষয়টি নিয়ে কৃষকদল নেতা শাহ মোহাম্মদ আলী বাদী হয়ে শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৬৭ জনের নাম উল্লেখ করে গত ২০ আগস্ট আদালতে একটি মামলা দায়ের করেছিলেন। তিনি দুই দিন পর মামলাটি প্রত্যাহার করেন। এবার পিতা বাদী হয়ে মামলা করলেন।