নেত্রকোনা সদর উপজেলার ১৯ জন দুস্থ, অসহায় ও বিধবা মহিলার মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে রূপালী মহিলা উন্নয়ন সংস্থার পক্ষ থেকে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংস্থার সভাপতি আসমা আক্তার সেতুর সভাপতিত্ব করেন। সংস্থার নির্বাহী পরিচালক হোসনে আরা বেগমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান। অন্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাকাসসুম, প্রফেসর ননী গোপাল সরকার, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনাকালে বক্তাগণ সমাজের পিছিয়ে পড়া দুস্থ অসহায় নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান। সংস্থার সভাপতি আসমা আক্তার সেতু বলেন, অনগ্রসর নারীদের স্বাবলম্বী ও ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছি আমরা। অর্থ বা বস্তুগত সহায়তার আগে তাদের আমরা প্রস্তুত করি। সেলাই মেশিন প্রাপ্ত নারীদেরও সংশ্লিষ্ট বিষয়ে তিন মাসের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।