ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

সাটুরিয়ায় প্রধান শিক্ষক অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সাটুরিয়ায় প্রধান শিক্ষক অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঘুষ-দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ তুলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুল ইসলাম এর অপসারণের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত বিদ্যালয় চত্বরের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি মোটা অংকের ঘুষের বিনিময়ে প্রধান শিক্ষক সিদ্দিকুল ইসলাম পদে আসীন হয়েছেন। তিনি ঘুষ নিয়ে বিদ্যালয়ে অযোগ্য শিক্ষক, কর্মচারী নিয়োগ দিয়েছেন। আর্থিক অস্বচ্ছতার, অতিরিক্ত বেতন, পরীক্ষা ফি আদায়, ফর্ম ফিলাপ, রেজিস্ট্রেশন ফি এবং কোচিং ফি বাবদ অতিরিক্ত টাকা আদায়সহ শিক্ষার্থীদের টাকা আত্মসাৎ, বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণসহ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রেখা আক্তার অভিযোগ করেন, আমাদের বিদ্যালয়ের নামে যেসব দোকান রয়েছে, সেগুলোর ভাড়ার টাকা ও বিদ্যালয়ের বিভিন্ন ফান্ডের টাকা স্যার নিজে আত্মসাৎ করেছেন এবং কোনো কিছু হিসাব দেয় না। এছাড়া আমাদের কাছ থেকে তিনি নানা কারণে অতিরিক্ত অর্থ আদায় করেন। আরেক শিক্ষার্থী সোহানা বলেন, আমাদের প্রধান শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে আসেন না। ঠিক মতো ক্লাস করেন না। বিদ্যালয়ের শিক্ষার মান অসন্তোষজনক। বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কোনো কাজই করেন না তিনি। শুধু বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ এর ধান্দা খোঁজেন। ঘুষের বিনিময়ে প্রধান শিক্ষক অযোগ্য শিক্ষক বিদ্যালয়ে নিয়োগ দিয়েছেন। সব সময় আমাদের সঙ্গে খারাপ আচরণ করেন। আমরা এই স্যারের অপসারণ চাই। ৮ম শ্রেণির শিক্ষার্থী জারিফা বলেন, প্রধান শিক্ষক স্যার বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে ফান্ডের নামে টাকা তুলে আত্মসাৎ করেন। এর প্রতিবাদ করলে বিভিন্নভাবে আমাদের প্রধান শিক্ষক মানসিক নির্যাতন করেন। আমাদের অনেক সহপাঠীকে বিভিন্ন অজুহাতে স্কুল থেকে বের করে দেয়ার ভয় দেখান। এই শিক্ষকের অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের এই বিক্ষোভ অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত