ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

নেত্রকোনায় এক ট্রাক ভারতীয় চিনি জব্দ

নেত্রকোনায় এক ট্রাক ভারতীয় চিনি জব্দ

নেত্রকোণায় পাচারকালে ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালের দিকে শহরের নিকটবর্তি গোজিনপুর এলাকা থেকে সেনাবাহিনীর সহযোগিতায় একটি ট্রাকসহ এই চিনি জব্দ করে নেত্রকোনা মডেল থানার পুলিশ। মডেল থানার এস আই মো. আব্দুল জলিল এই তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, জেলার কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন চুরাইপথে দীর্ঘদিন ধরে ভারত থেকে চিনি আমাদানি করে সড়কপথে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে একধরনের প্রভাবশালী ব্যবসায়ী। বর্তমানে চলমান রাষ্ট্রিয় সংস্কার ও পরিবর্তিত পরিস্থিতিতেও কাজ চালিয়ে যাচ্ছে তারা। তারই ধারাবাহিকতায় কলমাকান্দা সীমান্ত এলাকা থেকে ট্রাকভর্তি চিনি পাচার হচ্ছিল। সেনাবাহিনীর গোয়েন্দাতথ্যের ভিত্তিতে গোজিনপুর এলাকায় ওৎ পাতে আইনশৃঙ্খলা বাহিনী। মডেল থানার এসআই মো. আব্দুল জলিল অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিনি বোঝাই একটি ট্রাকটি জব্দ করা হয়েছে। অভিযানের বিষয়টি টের পেয়ে ট্রাকের চালকসহ অন্যরা পালিয়ে যায়। মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত