ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

সড়ক দুর্ঘটনায় মা ও শিশুসহ আহত তিন

সড়ক দুর্ঘটনায় মা ও শিশুসহ আহত তিন

দিনাজপুরের ঘোড়াঘাটে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা ও শিশুসহ তিনজন আহত হয়েছে। আহতদের মধ্যে মা ও শিশুর অবস্থা আশংকাজনক। ফায়ার সার্ভিস আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টার সময় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নুরজাহানপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- গোলাম মোস্তফা, পিয়ারা বেগম ও শিশু জিহাদ মিয়া। তারা ঠাকুরগাঁও সদর উপজেলার বাসিন্দা। স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, বাড়ির আসবাবপত্র বোঝাই পিকআপটি ঢাকা থেকে ঠাকুরগাঁও এর দিকে যাচ্ছিল। অন্যদিকে কাভার্ড ভ্যানটি দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্য যাচ্ছিল। বাহন দুটি ঘোড়াঘাট পৌর এলাকার নুরজাহানপুর গ্রামে পৌঁছালে সংঘর্ষ হয়। ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ফারহান বলেন, আহত ওই নারীর মাথায় গুরুতর আঘাত রয়েছে ও শিশুটি রক্ত বমি করছে। প্রাথমিক চিকিৎসা শেষে আহত ৩ জনকেই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত