ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার ও সনদ বাতিলের দাবি

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল সদর উপজেলার গালা গ্রামের ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার ও সনদ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে গালা বাজারে ছাত্র ও সর্বস্তরের জনসাধাণের উদ্যোগে ওই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, কর্মসূচির প্রধান সমন্বয়ক তারেক হাসান, গালা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল হক, সমাজসেবক আনিসুর রহমান উত্তম, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।

বক্তারা বলেন, সদর উপজেলার গালা গ্রামে মূলত: বীরমুক্তিযোদ্ধা রয়েছেন ৩-৪ জন। বিগত সরকারের আমলে অন্তত ১৮ জন মুক্তিযোদ্ধা নতুন করে তালিকাভুক্ত হয়েছেন।