ঢাকা ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১ | বেটা ভার্সন

দরিদ্র ছাত্রছাত্রীদের শিক্ষা উপকরণ বিতরণ

দরিদ্র ছাত্রছাত্রীদের শিক্ষা উপকরণ বিতরণ

বগুড়ার শেরপুরে দরিদ্র ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় দুর্নীতি দমন কমিশন বগুড়া ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে শহরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নিমাই ঘোষ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন বগুড়ার উপ-সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাংবাদিক আইয়ুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আলহাজ মাহবুবুল আলম হিরু, গোলাম মোস্তফা, করুনা রানী ঘোষ, সাংবাদিক আব্দুল আলীম, ওমর ফারুক প্রমুখ বক্তব্য রাখেন। পরে উপজেলার বেশকয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক দরিদ্র ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষ উপকরণ বিতরণ করা হয়। উপকরণগুলোর মধ্যে ছিল-স্কুল ব্যাগ, পার্চ, ছাতা, কলমদানী, টিফিন বক্স, পানির বোতল, জ্যামিতি বক্স, খাতা ও স্কেল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত