মেহেরপুরের গাংনীতে বোমা ও কাফনের কাপড় উদ্ধার
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে একটি বাড়ির প্রবেশদ্বার থেকে বোমা ও কাফনের কাপড় উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাত ১০টায় পৌর শহরের চৌগাছা গ্রামের জহিরুল ইসলাম মিঠুর বাড়ির প্রধান ফটক থেকে বোমা ও কাফনের কাপড় উদ্ধার করে পুলিশ। জহিরুল ইসলাম মিঠু চৌগাছা ৪নং ওয়ার্ডের হাসান সরোয়ারের ছোট ছেলে ও গাংনী বাজারের ওষুধ ব্যবসায়ী। জহিরুল ইসলাম মিঠু জানান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে প্রবেশ করার সময় প্রবেশদ্বারের পাশে একটি সবুজ রঙের ব্যাগ দেখতে পান। সন্দেহ হওয়ায় তিনি গাংনী থানা পুলিশকে খবর দেন। গাংনী থানার এসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে এসে ব্যাগের মধ্যে থেকে লাল স্কসটেপ দিয়ে মোড়ানো একটি বোমা ও কাফনের কাপড় উদ্ধার করে। তিনি আরো জানান, গত ২৭ আগস্ট মঙ্গলবার রাতে তার বাড়িতে বোমা হামলা করা হয়। বর্তমানে তিনি ও তার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন। দ্রুত সময়ের মধ্যে দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি করেন তিনি। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজুল ইসলাম বলেন, বোমাটি উদ্ধার করে পানিভর্তি বালতিতে রেখে নিষ্ক্রিয় করা হয়েছে। ভয়ভীতি দেখানোর জন্য কেউ এটা করতে পারে। তবে দুষ্কৃতকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।