ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

সোনাগাজীতে যুবদল-ছাত্রদলের সংঘর্ষে আহত ১১

সোনাগাজীতে যুবদল-ছাত্রদলের সংঘর্ষে আহত ১১

ফেনীর সোনাগাজীতে আধিপাত্য বিস্তার নিয়ে যুবদল-ছাত্রদলের সংঘর্ষে ১১ জন নেতাকর্মী আহত হয়েছে। এ ঘটনায় পাল্টা-পাল্টি দুটি মামুলা দায়ের করা হয়েছে। উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর বাজারে গত শুক্রবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ, এলাকাবাসী ও দলীয় সূত্র জানা গেছে, এলাকায় আধিপাত্য বিস্তার নিয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুর আলম সোহাগ ও যুবদল নেতা শাহীন গ্রুপের মধ্যে সংঘর্ষে ১১ জন আহত হন। আহতরা হলেন- যুবদলকর্মী ফরিদ উদ্দিন, ছাত্রদলকর্মী আসিফ, সাকিব, আকবর হোসেন শিমুল, ফরহাদ, শান্ত, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল সজিব, সহ-সভাপতি মাঈন উদ্দিন সাধারণ, হাবিব উল্যাহ এবং আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজল হক সোহেল। তবে সংঘর্ষের ঘটনায় পরস্পর পরস্পরের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় ও আধিপাত্যের কথা দুষলেন। সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা বলেন, শুনেছি ছাত্রদল ও মৎস্যজীবীদলের নেতাকর্মীদের সঙ্গে মারামারি হয়েছে। যুবদলের কেউ জড়িত নাই। যুবদলের কেউ কোনো অপকর্মে জড়ালে তাদেরকে জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পরামর্শ করে বহিস্কার করা হবে। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুর আলম সোহাগ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত