ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

মাজার ভাঙচুর ঘটনায় ইমাম চাকরিচ্যুত

মাজার ভাঙচুর ঘটনায় ইমাম চাকরিচ্যুত

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দূর্গম অঞ্চলের বামনজানি বাজার এলাকার আলী পাগলার মাজার ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই এলাকার শালগ্রাম জামে মসজিদের পেশ ইমাম গোলাম রব্বানীকে চাকরিচ্যুত করেছেন গ্রামবাসী। এ ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং সেখানে পুলিশের টহল অব্যাহত রয়েছে। কাজিপুর থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গত বৃহস্পতিবার রাতে শালগ্রামের ওই জামে মসজিদের পেশ ইমামের নেতৃত্বে লোকজন বামনজানি বাজার এলাকার ওই মাজারে যায় এবং তারা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মাজারে ব্যাপক ভাঙচুর করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। এ ঘটনার প্রতিবাদে গ্রামবাসী গত শুক্রবার রাতে শালগ্রাম বাজারে বিক্ষোভ মিছিল করে।

এ সময় বহু লোকজন ‘তুমি কে আমি কে, মুসলমান মুসলমান’ স্লোগান দেয়া হয়। এদিকে গত শনিবার পেশ ইমাম গোলাম রব্বানী ফজরের নামাজ পড়াতে যান। এ সময় মুসল্লিরা ওই ঘটনায় তাকে চাকরিচ্যুত করেন। এ ঘটনার পর ওই দুর্গম এলাকায় পুলিশের টহল চলছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত