ইউপি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরি

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

সাটুরিয়া উপজেলার বালিয়াটী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো: বুলবুল ইসলামের বাড়ীতে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১৯ আগস্ট বেলা ১২টার দিকে উপজেলার বাহ্রা গ্রামে। এ ব্যাপারে বর্তমান ইউপি সদস্য মো: বুলবুল ইসলাম বাদী হয়ে মানিকগঞ্জ বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নং আদালতে একটি মামলা করেছেন। যার সি আর মামলা নং ৫৮৩/২০২৪। মামলাটি বিজ্ঞ আদালতে আমলে নিয়ে সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) কে তদন্ত করে তদন্তের প্রতিবেদন দাখিল করা নির্দেশ দিয়েছেন। মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালে উপজেলার গর্জনা গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মো: বাদশা খানের ৪টি গাভী গরু ৭ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণ করে কিনেন উপজেলার বাহ্রা গ্রামের মৃত আব্দুল কদ্দুস আলীর ছেলে ও বালিয়াটী ইউনিয়নে ইউপি বতর্মান সদস্য মো: বুলবুল ইসলাম। এ সময় ৪ লাখ ৫১ হাজার টাকা নগদ দিয়ে ৩ লাখ ৯ হাজার টাকা বাকি রাখেন। অপরদিকে ওই বাকি টাকার জন্য ইউপি সদস্য মো: বুলবুল ইসলামের জামানত হিসাবে তার নামের সাটুরিয়া শাখা রুপালী ব্যাংকের একটি ব্ল্যাংক চেক যাহার হিসাব নং-১৯৫৫৮ একটি চেকে পাতা জমা রাখেন। পরবর্তীতে মো: বাদশা খান বাকি টাকা আদায়ের জন্য চাপ সৃষ্টি করে। ইতি মধ্যে ইউপি সদস্য বুলবুল ইসলামের ছেলে আররাফি ব্রেইন স্ট্রোকজনিত কারণে ঢাকা একটি হাসপাতালে ভর্তি হয়। ভর্তি হওয়ার পর থেকে ইউপি সদস্য ও তার স্ত্রী আছমা আক্তার হাসপাতালে অবস্থান করেন। এ সময় ফাঁকা বাড়ি পেয়ে গত ১৯ আগস্ট দুপুর ১২টার দিকে উপজেলার বাহ্রা গ্রামে বুলবুল ইসলামের বাড়িতে পরিকল্পনা মোতাবেক প্রবেশ করে মো: বাদশা খান, মো: বাবু মিয়া, মো: সেলিম হোসেনসহ অজ্ঞাতনামা কয়েকজন। তারা গো-শালা হইতে ৩টি গাভী গরু ২টি গাভীর বাচ্চা চুরি ও করে নিয়ে পালিয়ে য়ায়, যার মূল্য ১৪ লাখ ২০ হাজার। এ বিষয়ে বাদশা মিয়া সাথে কথা বলে তিনি বলেন, আমি বুলবুল মেম্বারের কাছে গরু বিক্রি করেছি, সে বাকি টাকা না দেয়ার কারণে আমি তার বাড়ি থেকে তিনটি বড় গরু ও দুটি বাছুর নিয়ে যায়। এ ব্যাপারে সাটুরিয়া থানা ইন্সপেক্টর (তদন্ত) মানবেন্দ্র বালো বলেন বিজ্ঞ আদালত একটি তদন্তের জন্য তদন্ত প্রতিবেদন চেয়েছেন।