ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

‘ক্ষমতায় কে যাবে না যাবে, ফয়সালা করবে আল্লাহ’

‘ক্ষমতায় কে যাবে না যাবে, ফয়সালা করবে আল্লাহ’

বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, কলিজার টুকরো কমলমতি ছাত্রছাত্রীসহ নতুন স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে অংশ নেয়া সকল শহীদের রক্তের প্রতি গভীর শ্রদ্ধা ও মর্যাদা আমাদের দিতে হবে। মনে রাখবেন এক স্বৈরাচারী জামিল সরকারকে পতনের পর যাতে আর কোন জালিম সরকার গঠন না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে আমাদের। ইনসাফ এবং ইমানী শক্তির লড়াই যেন বৃথা না যায়। আগামীতে কে ক্ষমতায় যাবে না যাবে ফয়সালা দেবেন আল্লাহ। আমরা অনেক ত্যাগের এই নতুন স্বাধীন বাংলাদেশ জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সম্পীতির বাংলাদেশ কায়েম করতে চাই। গতকাল রোববার সকালে কুষ্টিয়া জেলা জামায়াতের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি স্বৈরাচারী জামিল সরকার পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আরো বলেন, আপনার লোকেরাই আপনাকে মাস্টারমাইন্ড ও গডমাদার বানিয়েছে। এখন যারা ধরা পড়ছে তারা বলছে এটা আমি করি নাই অমুকের হুকুমে করেছি। আর যখন ক্ষমতায় ছিলেন তখন সব সময় বলা হতো গাছটা এদিকে দুলেছে, গাছের পাতা নড়ছে সাবেক প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) দেখছেন। সব কিছুতেই উনার অনুমতি লাগবে, উনার নির্দেশনা লাগবে। তাহলে আপনার লোকেরাই তো আপনাকে মাস্টারমাইন্ড এবং গডমাদার বানিয়েছে আমরা বানাইনি। তিনি বলেন, কেমন শাসন করলেন, বললেন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। কিন্তু সুন্দর বেহেশতী বাগান পয়দা করলেন, যে বাগান ছেগে সাড়ে ১৫ বছরের মাথায় এইভাবে আপনাদের দেশ ছেড়ে যেতে হলো কনে? বাংলাদেশ জামায়াত ইসলামীর কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি সুজা উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন যশোর কুষ্টিয়া অঞ্চলের নির্বাহী সদস্য ও পরিচালনা মোবারক হোসাইন, জেলা নায়েবে আমির ও মিরপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল গফুর, কেন্দ্রীয় সুরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের কুষ্টিয়ার সমন্বয়ক, তৌকির আহমেদ, পারভেজ মোশারফ, মুস্তাফিজুর রহমান প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ শহীদ পরিবারের সাথে মতবিনিময় করেন এবং উপস্থিত ১৪টি শহীদ পরিবারের হাতে ২ লাখ করে মোট ২৮ লাখ টাকা তুলে দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত