সড়ক দুর্ঘটনায় নিহত ৫ : আহত ২৫

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতী নামক স্থানে বাস-ট্রাকের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ২৫ জন। গতকাল রোববার সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতী নামক স্থানে পিরোজপুর থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতদিক থেকে আসা এই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়। নিহতরা সবাই বাসের যাত্রী ছিলেন। কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রেজাউল মাওলা ও কাশিয়ানী থানা পুলিশের উপ-পরিদর্শক সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- সামাদ আলী (৪০), তানিয়া আফরোজ, সাকিবুর রহমান (৩৫) ও রহিজ শেখ (২৪)। বাকি একজনের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ। কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রেজাউল মাওলা বলেন, সকাল ৮টার দিকে কাশিয়ানী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতি নামক স্থানে পিরোজপুর থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবহী বাসের সঙ্গে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। এই দুর্টনায় নারীসহ ৫ জন নিহত হয়।