ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

নিখোঁজের ৫ দিন পর নদী থেকে লাশ উদ্ধার

নিখোঁজের ৫ দিন পর নদী থেকে লাশ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুরের বড়াল নদীতে নিখোঁজের ৫ দিন পর কলেজ ছাত্র সোয়েব হাসানের (১৮) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘোষগাঁতী গ্রামের আব্দুস সালাম বাবুর ছেলে এবং ঢাকা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি শিক্ষার্থী। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে। শাহজাদপুর থানার ওসি সবুজ রানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উল্লাপাড়া থেকে গত বুধবার সকালে বন্ধুদের নিয়ে নৌকাযোগে শাহজাদপুরের রাউতারা স্লুইচগেট এলাকায় বনভোজনে যায় এবং ওইদিন দুপুরে তারা বড়াল নদীতে গোসল নামে। গোসল শেষে বন্ধুরা তীরে উঠলেও সাঁতার না জানায় সোয়েব পানির স্রোতে ভেসে যায়। এ সময় বন্ধুরা তাকে বহু খোঁজাখুঁজি করে সন্ধ্যান পায়নি। অবশেষে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা বিকালে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হয়। পরে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায়। দফায় দফায় এ উদ্ধার অভিযান চালিয়ে তার সন্ধ্যান না পেয়ে গত বৃহস্পতিবার বিকালে উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করা হয়। পাঁচ দিন পর গত রোববার সন্ধ্যায় ওই নদীর কয়ড়া ঘাট এলাকায় সোয়েবের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পুলিশ ওইদিন রাতেই ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং কোনো অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় ইউডি মামলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত