সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন

নতুন কমিটির শপথ গ্রহণ

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত কর্মকর্তাগন শপথ গ্রহণ করেছেন। গত সোমবার দুপুরে দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলা হিলি কাস্টমস সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের কার্যকরি কমিটির নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন রাজ। সভাপতি ফেরদৌস রহমান ও সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীনের নেতৃত্বে ২৭ জন কর্মকর্তা শপথ গ্রহণ করেন। নতুন সভাপতি ফেরদৌস রহমান বলেন, হিলি স্থলবন্দর দেশের বৃহত্তম দ্বিতীয় স্থলবন্দর হলেও সেটা খাতাণ্ডকলমে সীমাবদ্ধ। ব্যবসা-বাণিজ্যের অবস্থা অনেক নিম্নগতি। প্রতিদিন বন্দরে ভারতীয় ট্রাকের সংখ্যা নেমেছে গড়ে ৪০টির মতো। অথচ এখানে অনেক শ্রমিকরা মানবতার জীবনযাপন করছেন। অনেক আমদানিকারক প্রতিষ্ঠান তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে। ব্যবসার গতি ফেরাতে নানামুখী উদ্যোগের কথাও জানিয়েছেন তিনি।