ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

নকলায় কৃষি মেলার উদ্বোধন

নকলায় কৃষি মেলার উদ্বোধন

শেরপুরের নকলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা কৃষি অফিসের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও স্টল পরিদর্শ করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ড়িয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন মেলার উদ্বোধন ঘোষণা করেন। তিনদিন ব্যাপী এই কৃষি মেলায় ১৮টি স্টল স্থাপন করা হয়েছে। এ সময় উপজেলায় কর্মরত সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতারা, নকলা প্রেসক্লাবের নেতারাসহ স্থানীয় সাংবাদিকরা, মেলায় অংশগ্রহণকারী কৃষক-কৃষাণী, দর্শকরা ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী জানান, মেলায় স্থাপিত স্টল গুলো মেলা চলাকালীন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত