ফেনীর সোনাগাজীতে ফেসবুকের একাধিক ফেক আইডিতে অপপ্রচারের প্রতিবাদে উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন পবির সংবাদ সম্মেলন করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে পৌর শহরের তার ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর যাবৎ আওয়ামী দুঃশাসনে বহুবার হামলা ও মামলার শিকার হন। ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জেলা যুবদল নেতাদের নির্ধেশনা মেনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যর সঙ্গে নিয়ে এলাকার আইনশঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে কাজ শুরু করেন। সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রতিটি এলাকায় শান্তি সভা করেন।
পরবর্তীতে ভারতীয় বন্যার পানিতে আক্রান্তদের উদ্ধার এবং ত্রাণ কার্যক্রমে অংশ নিয়ে দলের ভাবমূর্তি উজ্জলে কাজ শুরু করেন। কয়েক হাজার লোককে ত্রাণ ও খাবার রান্না করে বিতরণ করেন। এর মধ্যে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রি মহল তার বিরুদ্ধে ফেসবুকের বিভিন্ন ফেক আইডিতে অপপ্রচার শুরু করেন। তাই তিনি এসব অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে কয়েকটি ফেক আইডির বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় জিডিও করেছেন। এ সময় সোনাগাজী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহেদুল ইসলাম শাহেদ ও পৌর বিএনপির ৮নং ওয়ার্ড সভাপতি মর্তুজা হোসেন স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।