ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

দুই ইউনিয়ন পরিষদের দায়িত্বে এসিল্যান্ড

দুই ইউনিয়ন পরিষদের দায়িত্বে এসিল্যান্ড

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে দুটি ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য সহকারি কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেয়া হয়েছে। গত সোমবার বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন দাপ্তরিক এক আদেশে এ পরিবর্তনের কথা জানিয়েছেন। ইউনিয়ন দুটি হচ্ছে, ১নং তেলিগাতী ও ২নং পঞ্চকরণ ইউনিয়ন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকে ওই ইউনিয়ন দুটির চেয়ারম্যানগন যথাক্রমে মোরশেদা আক্তার ও আব্দুর রাজ্জাক মজুমদার পরিষদে অনুপস্থিত রয়েছেন। এ অবস্থায় পরিষদের কার্যক্রমে উদ্ভুত অসুবিধা দূরীকরণের জন্য এসিল্যান্ডকে প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো বলে জেলা প্রশাসকের টিঠিতে উল্লেখ করা হয়েছে। তেলিগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদা আকতার এ প্রসংগে বলেন, ৫ আগস্ট থেকে অনেক চেয়ারম্যান নিরাপত্তাহীনতার কারণে পরিষদে যেতে পারছে না। প্রশাসনিকভাবে কোন সহযোগীতাও পাওয়া যায়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত