ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন

শেরপুর জেলা শাখার কমিটি পুনর্গঠিত

শেরপুর জেলা শাখার কমিটি পুনর্গঠিত

শেরপুর জেলা জজ আদালত ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর সব কর্মচারীদের উপস্থিতিতে গত ২৫ আগস্ট সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা জনাব মো. আব্দুল হেলিম। সভাপতিত্ব করেন জনাব মলয় চক্রবর্তী কম্পিউটার অপারেটর সি জে এম আদালত এবং সঞ্চালনা করেন জনাব মো. বেলায়েত হোসাইন ডেসপাচ সহকারী, সভায় বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা বক্তব্য প্রদান করেন। সভায় সর্বসম্মতিতে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠিত হয়। কমিটির প্রধান উপদেষ্টা জনাব মলয় চক্রবর্তী কম্পিউটার অপারেটর সি জে এম আদালত, সভাপতি জনাব মো. আব্দুর রউফ নাজির (ভা.) জেলা জজ আদালত, সিনিয়র সহ-সভাপতি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম নাজির (ভা.)সি জেএম আদালত, সাধারণ সম্পাদক জনাব মো. বেলায়েত হোসাইন ডেসপাচ সহকারী, সি জে এম আদালত, সাংগঠনিক সম্পাদক জনাব মো. ফখরুল আমিন সিদ্দিকী বেঞ্চ সহকারী, সি জে এম আদালত, কোষাধ্যক্ষ মোছা. রোজিনা পারভীন হিসাব রক্ষক সি জে এম আদালতসহ একটি পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত