ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কারিতাসের জরুরি সহায়তা প্রকল্পের সভা

কারিতাসের জরুরি সহায়তা প্রকল্পের সভা

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস খুলনাঞ্চলের উদ্যোগে ও জামার্নীর অর্থায়নে ঘূর্ণিঝড় রিমালে উত্তর বেদকাশিতে ক্ষতিগ্রস্ত পরিবারের জরুরি সহায়তা বিষয়ক অবহিতকরণ প্রকল্পের সভা গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদে অনুুষ্ঠিত হয়।

ইউপি চেয়ারম্যান আলহাজ সরদার নুরুল ইসলাম কোম্পানির সভাপতিত্বে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন কারিতাসের উপজেলা ফিল্ড অফিসার মো. মিজানুর রহমান।

আরো বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান সরদার আবু হাসান, অধ্যক্ষ মাও. সুজাউদ্দিন, মেম্বর গনেশ চন্দ্র মণ্ডল, শেখ সিরাজুল ইসলাম, রেজাউল করিম কারিম, আ. সবুর, কারিতাসের ফিল্ড কো-অর্ডিনেটর রজত রায়, মো. রায়হান, ছাত্র প্রতিনিধি রাতুল হাসান প্রমুখ। সভায় জানানো হয় রিমালে ক্ষতিগ্রস্তদের জরুরি পূনর্বাসনে ঘর সংস্কার, ল্যাট্রিন নির্মান, অর্থ সহায়তা, রাস্তা, টিউবওয়েল ও পুকুর সংস্কারে কারিতাস কাজ করবে। সভায় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত