হাবিপ্রবির প্রশাসনিক ও আর্থিক দায়িত্বে হাসান ফুয়াদ

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

নুতন ভাইস চেন্সেলোর নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন প্রফেসর ড. হাসান ফুয়াদ এল তাজ। গত মঙ্গলবার বিকালে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ডিনগণের এক সভায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. হাসান ফুয়াদ এল তাজকে নুতন ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ও আর্থিক কর্মকাণ্ড সম্পাদনের দায়িত্ব প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি. রেজিস্ট্রার. প্রক্টর পরিচালক অর্থ বিভাগসহ অন্যান্য সব বিভাগে দায়িত্বশীল ৫১ জন শিক্ষক পদত্যাগ করায় গত এক মাস যাবৎ সব ধরনের কর্মকাণ্ড আটকে আছে। গত মঙ্গলবার পর্যন্ত ৯০১ জন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীর আগস্ট মাসের বেতন ভাতা প্রদান করা যায়নি। সে জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সব অনুষদের ডিন সভা করে সর্বসম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থা সচল রাখার উদ্যোগ নেন।