ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চাকরি পুনর্বহালের দাবিতে বিডিআরদের মানববন্ধন

চাকরি পুনর্বহালের দাবিতে বিডিআরদের মানববন্ধন

পিলখানায় ৫৭ জন সেনাকর্মকর্তা ও বিডিআরসহ ৭৪ জনের হত্যার বিচার এবং চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সব প্রকার সুযোগ সুবিধাসহ চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জেলা চাকরিচ্যুত বিডিআর কল্যাণ পরিষদ এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সিপাহী মো. হাকিম, মো. রতন মিয়া, মো. আরিফ, হাবিলদার আবুল বাশার প্রমুখ। বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় ৫৭ জন সেনাকর্মকর্তা ও বিডিআরসহ ৭৪ জনকে হত্যা করা হয়েছে। এসব হত্যার বিচার করতে হবে। এ ছাড়াও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সব প্রকার সুযোগ সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। অন্যথায় কঠোর থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা। পরে জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের কাছে স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত