টানা দুই দিনের বৃষ্টিতে পেঁপে চাষির ব্যাপক ক্ষতি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
শতকত হোসেন সৈকত, ধামরাই
ঢাকার ধামরাইয়ের দক্ষিণ অঞ্চলের অধিকাংশ কৃষক সবজি চাষের উপর জীবিকা নির্বাহ করে থাকে। বর্তমানে এ অঞ্চলে পেঁপে চাষের ব্যাপক ফলন হলেও দুইদিন যাবত টানা বৃষ্টিতে পেঁপে গাছ মাটিতে পড়ে যাওয়ায় কৃষকদের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। সরজমিন গেলে রোয়াইল ইউনিয়নের কৃষকরা জানায়, আমরা প্রতিবছর এই সময়ে বশি লাভের আশায় বিঘায় বিঘায় পেঁপে গাছ লাগাই, এ বছর পেঁপে গাছ প্রচুর ভালো হওয়ায় ফলনও বেশ পাইছিলাম, হঠাৎ দুই দিন টানা বৃষ্টির কারণে পেঁপে গাছের গোড়ায় পানি জমে যাওয়ায় পেঁপে গাছ গুলো মাটিতে হেলে পরে যায়, তাতে এসব এলাকার পেঁপে চাষিরা ব্যাপক ক্ষতির আশংকায় পরেছে। ক্ষতিগ্রস্ত কৃষক আজাদ হোসেন বলেন আমি প্রায় ২০ বিঘা জমিতে পেঁপে চাষ করেছিলাম তার মধ্যে থেকে ১০ বিঘা জমির গাছ পরে গেছে, আমার এ পর্যন্ত যতো গুলো পেঁপে গাছ পরে গেছে তাতে আমার প্রায় দশ লাখ টাকার ক্ষতি গুনতে হবে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান বলেন, আমি সরজমিন গেছিলাম, দেখেছি অনেক জমিতে পেঁপে গাছ পরে গেছে, গাছের গোড়ায় পানি জমার কারণে এমন হয়েছে, তবে গোড়ায় মাটি দিয়ে গাছ খাড়া করলে তেমন একটা নষ্ট হবে না,তবে আমরা তাদের পেঁপে চাষের বেপারে যে কোনো পরামর্শ বা সহযোগিতায় সচেষ্ট আছি।