ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

জেল পলাতক দুর্ধর্ষ ডাকাত সামিরুল মণ্ডল গ্রেপ্তার

জেল পলাতক দুর্ধর্ষ ডাকাত সামিরুল মণ্ডল গ্রেপ্তার

র‌্যাব-১২ কুষ্টিয়া সিপিসি-১ এর একটি অভিযানিক দল গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার ধর্মপাড়া এলাকায় অভিযান চালিয়ে কুষ্টিয়া জেলা কারাগার হতে পালিয়ে যাওয়া ২৫ মামলার আসামি দুর্ধর্ষ সামিরুল ডাকাতকে গ্রেপ্তার করেছে।

র‌্যাব-১২ কুষ্টিয়া সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, গত ৭ আগস্ট কুষ্টিয়া জেলা কারাগার থেকে ৯৮ জন কারাবন্দি জেলখানার তালা ভেঙে পালিয়ে যায়।

আসামি পলানোর ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় এ সংক্রান্তে একটি মামলা দায়ের করা হয়, যার মামলা নং-১০।

এঘটনার পর থেকে পলাতক আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে র‌্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় রাতে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার ধর্মপাড়া এলাকা থেকে কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর গ্রামের সামসুদ্দিন মণ্ডলের ছেলে সামিরুল মণ্ডল (৩৫) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মো. সামিরুল মণ্ডলের বিরুদ্ধে ৪টি ডাকাতি মামলা, ১৮টি মারামারি মামলা, ১টি অস্ত্র মামলা, ১টি বিস্ফোরক আইনে মামলা এবং জেলা কারাগার হতে পলাতক মামলাসহ সর্বমোট ২৫টি মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত