ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

প্র্যাকটিক্যাল অ্যাকশনের দুর্যোগ পরিষেবা কর্মশালা

প্র্যাকটিক্যাল অ্যাকশনের দুর্যোগ পরিষেবা কর্মশালা

আন্তর্জাতিক উন্নয়ন সহযোগি প্রতিষ্ঠান প্র্যাকটিক্যাল এ্যাকশনের সহযোগিতায় খুলনার কয়রায় উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদে গত বুধবার দুপুরে বাংলাদেশ ডিজাস্টার এলার্ট অ্যাপের হাতের মুঠোয় দুর্যোগ পরিষেবা বিষয়ক এক কর্মশালা গত অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ সরদার নুরুল ইসলাম কোম্পানি। আরো উপস্থি ছিলেন ইউপি সচিব এসএম রানা, হিসাব সহকারি মিঠু পাল এবং বিভিন্ন ওয়ার্ডের ২০ জন সিপিপি স্বেচ্ছাসেবক। মূল প্রেজেন্টশন উপস্থাপন করেন প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আব্দুল করিম। তিনি সংক্ষেপে প্রকল্পের লক্ষ্য এবং উদ্দেশ্য বর্ণনা করেন। অনুষ্ঠানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় এবং প্র্যাকটিক্যাল এ্যাকশন এর যৌথ উদ্যোগে তৈরি করা বাংলাদেশ ডিজাস্টার এলার্ট অ্যাপ ইন্সটল করা থেকে শুরু করে এর বিভিন্ন পরিষেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং গ্রুপ ওয়ার্কের মাধ্যমে বাংলাদেশ ডিজাস্টার এলার্ট অ্যাপ এর উপর মগড্রিল সেশন পরিচালনা করা হয়। দুর্যোগের আগাম তথ্য সরবরাহ এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বাংলাদেশ ডিজাস্টার এলার্ট অ্যাপ বলে সভায় অবহিত করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত