ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

বর্তমানে ভাড়াবাড়িতে কার্যক্রম

চৌহালী থানা ভবন নির্মাণে ভূমি অধিগ্রহণের অপেক্ষায়

চৌহালী থানা ভবন নির্মাণে ভূমি অধিগ্রহণের অপেক্ষায়

সিরাজগঞ্জের চৌহালী থানা ভবন নির্মাণে ভূমি অধিগ্রহণের অপেক্ষায় রয়েছে। এতে পুলিশ প্রশাসন ও জনসাধারণের মধ্যে স্বস্থির সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যমুনা বিধৌত চৌহালী উপজেলায় থানার কার্যক্রম প্রায় একযুগ ধরে চলছে অস্থায়ীভাবে। ভয়াবহ ভাঙনে ওই থানা ভবন যমুনা গর্ভে চলে যায়। এ কারণে প্রথমে চৌহালী ডিগ্রি কলেজ এবং বর্তমানে ভাড়াবাড়িতে ওই থানার কার্যক্রম চলছে। কর্তৃপক্ষের নজরে না থাকায় ভাড়া বাড়িতে এ কষ্ট করতে হচ্ছে। এতে প্রতিমাসে অতিরিক্ত ৬৫ হাজার টাকা গুনতে হচ্ছে। প্রায় এক যুগ আগে যমুনা নদীর ভাঙনে বিলীন হয়ে যায় থানা ভবন। নিজস্ব দপ্তর বিহীন পুলিশ প্রশাসনের কষ্টের শেষ নেই। প্রায় এক যুগ আগে যমুনার কড়াল গ্রাসে বিলীন হয়ে যায় উপজেলা পরিষদ, হাসপাতাল, থানা ভবনসহ বহু স্থাপনা। এ ভাঙনের পরে থানা কার্যক্রম ওই কলেজে শুরু করা হয় এবং পরবর্তীতে শিক্ষার মানোন্নয়নে কলেজ ক্যাম্পাস ছেড়ে ভাড়া বাড়িতে ওঠা হয়। স্মার্ট থানা ভবন নিজস্ব জমিতে গড়ে তোলা হবে। এজন্য ওই উপজেলার কোদালিয়া মৌজায় জমির প্রস্তাবের আলোকে এখন ভূমি অধিগ্রহণের অপেক্ষায় রয়েছে। খাসপুকুরিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, উপজেলা পরিষদ, থানা ভবন ও হাসপাতালসহ সব স্থাপনা একই স্থানে নির্মাণ করা হলে বাড়বে সেবামূলক কার্যক্রম। এ বিষয়ে চৌহালী থানার ওসি শ্যামল কুমার দত্ত পিপিএম আলোকিত বাংলাদেশকে বলেন, চৌহালী থানা ভবন সম্প্রতি যমুনায় বিলীন হয়ে গেছে। এজন্য দীর্ঘদিন ধরে ভাড়াবাড়িতে থানার কার্যক্রম চলছে। নিজস্ব জমিতে ভবন নির্মাণ করা হলে সেবার মান আরো গতিশীল হবে। থানা ভবনের ভূমি অধিগ্রহণের অপেক্ষায় বলে শুনেছি। তবে এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত