ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পুলিশ সুপারের বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

পুলিশ সুপারের বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরার পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকীর বদলির আদেশ বাতিলের একদফা দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রেস কনফারেন্স করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের খুলনা রোড মোড়স্থ শহীদ আসিফ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এসে তারা মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধন শেষে প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে প্রেস ব্রিফিং করে শিক্ষার্থীরা। মানববন্ধন ও প্রেস ব্রিফিংকালে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা সমন্বয়ক এএইচ রিফাত, সহ-সমন্বয়ক নাজমুল হাসান রনি, সুমাইল মাহদিন, নাহিদ হাসান, মোহিনী তাবাসুম নুহাসহ অন্যরা। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সমবেত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এসময় বলেন, গত জুলাই ও আগস্টের আন্দোলনে সাতক্ষীরার পুলিশ সুপারের ভূমিকা ছিল ইতিবাচক। পুলিশ সুপারের নির্দেশনায় আন্দোলন দমনের জন্য কোনো প্রকার বল প্রয়োগ করা হয়নি। এমনকি সাতক্ষীরা জেলায় আন্দোলনে কোনো প্রাণহানির ঘটনাও ঘটেনি। অথচ চক্রান্ত করে পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। অবিলম্বে এই বদলির আদেশ প্রত্যাহার না হলে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব স্কুল-কলেজের শিক্ষার্থীরা মাঠে থেকে কঠোর কর্মসূচি পালন করবে তারা ঘোষণা দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত