ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নাফনদে দুই সহোদর শিশুর মৃত্যু

নাফনদে দুই সহোদর শিশুর মৃত্যু

কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে দুই সহোদর শিশু কেওড়া ফল আনতে গেলে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। তারা হলেন- টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের আবু আহমদের দুই ছেলে মো. উসমান ও মো. জিহাদ। গতকাল শুক্রবার টেকনাফের নাফনদী হ্নীলা হোয়াব্রাং এলাকার মধ্যবর্তী কেওড়া বাগানের পাশের খাদে দুই শিশুর মৃতদেহ পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী। তিনি জানান, হ্নীলার ওয়াব্রাং এলাকা দিয়ে নাফনদীতে কেওড়া ফল আনতে গেলে দুই সহোদর শিশু পানিতে ডুবে গেলে তাদের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

পরে নিহত শিশুদের পরিবারের সদস্যরা তাদেরকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছেন। নিহত দুই সহোদর শিশুর পিতা আবু আহমেদ জানান, তার দুই শিশু সন্তান বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে নাফনদীর দিকে যায়। পরে তারা সাঁতার কেটে কেওড়া ফল নিতে গেলে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে তিনি জেনেছেন।

এ ঘটনার খবর পেয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এবং চেয়ারম্যানের অনুমতি নিয়ে লাশ দাপন করা হয় বলে তিনি জানান। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি জানান, নাফনদীতে দুই সহোদর শিশুর মৃত্যুতে ঘটনাটি জেনেছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত