আ.লীগ ও জাপার এমপির বিরুদ্ধে মামলা

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার তিতাসে বোমা হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামী লীগের (কুমিল্লা-১ আসনের) সাবেক এমপি ইঞ্জি. আবদুস সবুর ও জাতীয়পার্টির (কুমিল্লা-২ আসনের) সাবেক এমপি মো. আমির হোসেন ভূঁইয়াসহ ১৪২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। কড়িকান্দি গ্রামের আ. রহিমের ছেলে মো. জামির হোসেন বাদী হয়ে গতকাল শুক্রবার তিতাস থানায় মামলাটি (মামলা নং-০৩) করেন। তিতাস থানার ওসি কাজী নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেন। মামলা বিবরণে জানা যায়, গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবি আদায়ের লক্ষে ছাত্র-জনতার সঙ্গে একাত্বতা প্রকাশ করে বাদী শান্তিপূর্ণভাবে মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি উপজেলার কড়িকান্দি বাজার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গৌরীপুর-হোমনা সড়কে পৌঁছা মাত্র মামলার প্রথম দুই আসামি সাবেক এমপিদের নির্দেশক্রমে ৩ থেকে ১৩নং আসামিদ্বয় পিস্তুল, শর্টগান, কাটা রাইফেল দ্বারা বাদীকে হত্যার উদ্দেশ্যে এলোপাতারী গুলি করে। ১৪-২৬নং আসামিরা ককটেল ও বোমা মারিলে বাদীর ডান হাতের কব্জির উপর গুলি লাগে। গুলির কারণে বাদী মাটিতে লুটিয়ে পড়লে ২৬-১৪২নং আসামিরা গ্যাসের লোহার পাইপ, রড এবং বাঁশ দিয়ে তারা সারা শরীর রক্তাক্ত ফোলা-জখম করে। মামলার উল্লেখ্যযোগ্য আসারমিরা হলেন- সাবেক দাউদকান্দি ও তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন ও পারভেজ হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শওকত আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি মুন্সি মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম সোহেল শিকদার, মো. আলম সরকার প্রমুখ। এ বিষয়ে তিতাস থানার ওসি কাজী নাজমুল হক জানান, গত ৫ আগস্টের ঘটনায় একটি মামলা রুজ্জু হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।