ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বদলগাছীর গ্রামীণ সড়কে গাছ রোপণ

বদলগাছীর গ্রামীণ সড়কে গাছ রোপণ

নওগাঁর বদলগাছী উপজেলার পারসোমবাড়ি এলাকায় গাছের চারা রোপন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব নওগাঁ। ‘সবুজে সাজাই বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচির আওতায় জেলায় ৬ হাজার চারা রোপন করার লক্ষ্যমাত্রার অংশ হিসেবে গতকাল শুক্রবার বেলা ১১টায় পারসোমবাড়ি ছোট যমুনা নদীর পশ্চিম পার্শ্বে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, জলপাই, সেগুন, বহেরা, পেয়ারা, আকাশমনি, অর্জুন, ঝাউ, কাঠবাদাম, পলাশ ইত্যাদি গাছের চারা রোপণের মধ্যে দিয়ে এই কার্যক্রম শুরু হয়। আধাইপুর ও বিলাসবাড়ি ইউনিয়নের বিভিন্ন সড়কে প্রায় ৫ কিলোমিটার জুড়ে এসব গাছের চারা রোপন করা হয়। স্থানীয় আলোড়ন সমাজ উন্নয়ন সংস্থার সহযোগিতায় গাছের চারা রোপন কর্মসূচিতে স্থানীয় প্রবীণ শিক্ষাবিদ আবু বক্কর সিদ্দিক, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন, আলোড়ন সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক বিপ্লবসহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত