ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সাপের কামড়সহ পৃথক ঘটনায় দৌলতপুরে দুইজনের মৃত্যু

সাপের কামড়সহ পৃথক ঘটনায় দৌলতপুরে দুইজনের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাপের কামড়ে মৃত্যু হয়েছে বাছিরন খাতুন (৫৫) নামে এক বৃদ্ধার। এছাড়াও পানিতে ডুবে মারা গেছে রবিউল ইসলাম (৩৭) নামে এক কৃষক। গতকাল শুক্রবার দিবাগত রাতে এবং সন্ধ্যায় নারী পুরুষ দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। দুজনের মৃত্যুর ঘটনা দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার রিফাইতপুর ইউনিয়নের বিন্দিপাড়া গ্রামে রাত সাড়ে ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় নজরুল ইসলামের স্ত্রী বাছিরন খাতুনকে বিষাক্ত সাপে কামড় দেয়। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপরদিকে শুক্রবার বিকালে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মুসলিমনগর গ্রামের পুকুরে নিজ খেতের পাট জাগ দিতে গিয়ে পানিতে ডুবে লিয়াকত দফাদারের ছেলে কৃষক রবিউল ইসলামের মৃত্যু হয়েছে। সন্ধ্যায় তার মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হলেও গতকাল শনিবার সকাল ১০টায় কৃষক রবিউল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। সে মৃগী রোগে আক্রান্ত ছিল বলে নিহতের পরিবার ও এলাকাবাসী জানিয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত