ফুলপুরেবানে বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। পৌরসভার আমুয়াকান্দা গ্রামে গতকাল শনিবার এ ঘটনা ঘটেছে। জানা যায়, আমুয়াকান্দা গ্রামের নবী হোসেনের স্ত্রী সখিনা খাতুনের বাড়ির জমি নিয়ে ভাইদের সঙ্গে বিরোধ চলছিল। ভাই সোবান, ওয়াজ কুরুনী, এনামুল ও ভাতিজারা সখিনা খাতুনের বাড়ি ঘরে হামলা ভাঙচুর ও লুটপাট করে। এতে সখিনা খাতুন ও তার ৫ পুত্রের বসতবাড়ি নিশ্চিহ্ন হয়ে গেছে। সখিনা খাতুনের পুত্র মো. চান মিয়া জানান, নানার দেয়া জায়গা ও ৫ শতাংশ জমি কিনে বাড়ি করে প্রায় ৪০ বছর ধরে বসবাস করছি। আমাদের উচ্ছেদ করতে মামারা ভাঙচুর ও লুটপাট করে সব নিয়ে গেছে। আমি শারীরিক প্রতিবন্ধী ও পরিবারের সবাই অসহায় দরিদ্র। এ ঘটনায় তিনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে মামা এনামুল হক জানান, ভাগ্নেরা রাতারাতি ঘর করে আমাদের জমি বেদখল করে যাচ্ছে। প্রতিবাদ করায় অনেক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। তাই আমরা জমি দখলে নিতে বাধ্য হয়েছি।