ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

শেরপুরের শ্রীবরদীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। গত শনিবার বিকালে উপজেলার সীমান্তবর্তী সিংগবরুণা ইউনিয়নের কর্ণঝোড়া-বাবেলাকোনা গ্রামের পাহাড়ী ঢেউফা নদীর বিভিন্ন পয়েন্টে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বালু লুটকারীরা পালিয়ে গেলেও জব্দ করা হয় একটি মাহিন্দ্র, একটি ট্রলি ও ৭ হাজার ৮০০ ফিট বালু। সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরী অভিযানের নেতৃত্ব দেন। এসময় সিংগবরুণা ইউনিয়নের চেয়ারম্যান ফকরুজ্জামান কালু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের সহকারি প্রকৌশলী সুব্রত দাস সহ পুলিশ, বিজিবি, ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অভিযানের সত্যতা নিশ্চিত করে সহকারি কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেয়া হবে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত