ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

২০ হাজার মেট্রিক টন

ভারতীয় সজনে ডাঁটা আমদানির আবেদন

ভারতীয় সজনে ডাঁটা আমদানির আবেদন

দেশের বাজারে চাহিদা থাকায় হিলি স্থলবন্দর দিয়ে প্রায় ২০ হাজার মেট্রিক টন সজনে ডাঁটা ভারত থেকে আমদানির জন্য আবেদন করেছেন আমদানিকারকরা। তবে ৫ মাস পরে দুইজন আমদানিকারকের সজনে আসা শুরু হয়েছে। দেশের বাজারে সজনে ডাঁটার চাহিদা বিবেচনা করে দুটি আমদানিকারক প্রতিষ্ঠান নাসাদ এন্টারপ্রাইজ ও ফাতেমা এন্টারপ্রাইজ হিলি বন্দর দিয়ে আমদানির অনুমতি পান। সাড়ে ৫ মাস বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার থেকে গতকাল রোববার পর্যন্ত প্রায় ৪৫ মেট্রিক টন সজনে ডাঁটা ভারত থেকে হিলি বন্দরে এসেছে। বন্দরের দায়িত্বশীল সূত্রে জানা যায় যে, আমদানি করা সজনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।

হিলিস্থল বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান, অনুমতিপ্রাপ্ত ২ জন আমদানিকারক এরইমধ্যে ভারতীয় সজনে ডাঁটা ছাড় করে ঢাকাসহ বিভিন্ন জেলায় পাঠাচ্ছেন। দেশের বাজারে চাহিদা থাকায় একাধিক আমদানিকারক প্রায় ২০হাজার মেট্রিক টন সজনে ডাঁটা আমদানির জন্য আবেদন করেছেন। এসব আবেদন অনুমোদনের জন্য ঢাকার খামার বাড়িতে সংশ্লিষ্ট বিভাগে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কর্মকর্তা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত