ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

দেশ সংস্কারে পরিবর্তন নেতার নয় : নীতির করতে হবে

মুফতী ফয়জুল করিম
দেশ সংস্কারে পরিবর্তন নেতার নয় : নীতির করতে হবে

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম (শায়খে চরমোনাই) বলেছেন, বর্তমান সরকারের পক্ষে যেহেতু রাজনৈতিক ঐকমত্য রয়েছে তাই দেশকে এবং দেশের রাজনীতিকে সঠিক জায়গায় নিয়ে আসার ব্যাপক সুযোগ রয়েছে। শুধু নেতার পরিবর্তন করলেই হবে না, পরিবর্তন করতে হবে নীতির। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, অন্তরবর্তীকালীন সরকার প্রাপ্ত সুযোগ যদি দেশের স্বার্থে কাজে লাগিয়ে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ গ্রহণ করে তাহলে হাজারো ছাত্র-জনতার রক্তদান সার্থক হবে। সাবেক আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নানা অপকর্মের বিচার ও বৈষম্য নিরোধের দাবিতে গত শনিবার সন্ধ্যায় শরীয়তপুর পৌরসভা মাঠে ইসলামী আন্দোলন শরীয়তপুর শাখার আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফয়জুল করিম বলেন, বর্তমান অন্তর্তবর্তীকালীন সরকার যেহেতু গণবিপ্লবের ফসল হিসেবে গঠিত হয়েছে, তাই বিগত সরকারের সকল গণহত্যা, গুম, খুন, অর্থ পাচার ও অন্যায়ের বিচার করতে হবে এই সরকারকেই। এছাড়াও চিহ্নিত দুর্নীতিবাজদের দ্রুত গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদশ শরীয়তপুর জেলা শাখার সভাপতি মুফতি তোফায়েল আহমেদ কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নুুরুল ইসলাম আল আমিন, শরীয়তপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ হাফেজ মাওলানা শওকত আলী প্রমুখ। এ সময় কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত