ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শ্রীপুরে বিএনপির দুই নেতার প্রতিবাদ সভা

শ্রীপুরে বিএনপির দুই নেতার প্রতিবাদ সভা

মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার মাওনা চৌরাস্তায় কেওয়া তমির উদ্দিন আলিম মাদ্রাসার বেগম আয়েশা অডিটরিয়ামে সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিত বক্তব্যে তিনি বলেন, বিদায়ী স্বৈরাচার সরকারের নেতাকর্মীরা দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। একটি দৈনিকে গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে কমিটি গঠন বিএনপির শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, সাজানো এবং মনগড়া সংবাদ প্রকাশ করে।

সংবাদে ওই কমিটিতে আমাকে উপদেষ্টা হিসেবে চিহ্নিত করা হয়। গাজীপুর জেলা, উপজেলা ও পৌর বিএনপি এ ধরণের কোন কমিটি গঠন করেনি। সামাজিক যোগাযোগে অপপ্রচারে ব্যর্থ হয়ে ওই প্রতিনিধিকে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে একটি পক্ষ আমাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করিয়েছে। যে সংবাদের তথ্যের বিষয়ে আমি অবগত নই। অন্যদিকে গত সোমবার দুপুরে একই ইস্যু নিয়ে পৌর বিএনপির কার্যালয়ে শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারীসহ বিএনপির নেতাকর্মীদের নিয়ে ভিত্তিহীন সংবাদ প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে পৌর বিএনপি। এসময় বিল্লাল হোসেন বেপারী বলেন, একটি জাতীয় পত্রিকায় আমাদেরকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি লিখিত বক্তব্যে আরও বলেন বিএনপির নাম ব্যবহার করে কেউ যদি অনৈতিক সুবিধা নেয় বিএনপি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে। এটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ। একটি পক্ষ সুপরিকল্পিতভাবে বিএনপির নামে মিথ্যা রটনা ছড়াচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মারুফ আহমেদ, জেলা বিএনপির সহসভাপতি মো. হুমায়ুন কবির সরকার, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহজাহান স্বজল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আহসান কবীর ও খোকন প্রধান প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত