কয়রায় দুর্যোগ সতর্কীকরণ অ্যাপের প্রশিক্ষণ
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কয়রা (খুলনা) প্রতিনিধি
বেসরকারি উন্নয়ন সংস্থা প্র্যাকটিক্যাল অ্যাকশনের আয়োজনে ও দাতা সংস্থা এডিপিসির অর্থায়নে দুর্যোগ সতর্কীকরণ প্রশিক্ষণ সভা গতকাল মঙ্গলবার সকাল ১১টায় কয়রা সদর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়। প্যানেল চেয়ারম্যান এসএম লুৎফর রহমানের সভাপতিত্বে দুর্যোগ সতর্কীকরণ অ্যাপের প্রশিক্ষণ সভায় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন প্র্যাকটিক্যাল অ্যাকশনের উপজেলা ফিল্ড অফিসার মো. আব্দুল করিম। সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার, মোস্তফা শফিকুল ইসলাম, শেখ আবুল কালাম, শেখ সোহরাব হোসেন, আবু হোরায়রা, কোহিনুর আলম, মুর্শিদা খাতুন, শাহানারা সহ স্থানীয় সিপিজি সদস্যবৃন্দ। প্রশিক্ষণে দুর্যোগ পূর্ব ও পরবর্তী সময়ের ক্ষয়ক্ষতি লাঘবে মোবাইল অ্যাপ ব্যবহার করে আগাম সতর্কতা ও করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়।